কলকাতা

কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অভিষেককে টার্গেট করা হচ্ছে, দাবি তৃণমূলের

কলকাতা হাইকোর্টের তরফে ইডির ইসিআইআর সংক্রান্ত মামলার রায়দান জানতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে কথাবার্তাও বলেছেন তিনি। দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ায় আজ, শুক্রবার বিকেলে কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ইডির দায়ের করা ইসিআইআরের প্রেক্ষিতে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে বিচারপতির সিদ্ধান্ত সামনে আসার পর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন প্রমাণ সামনে আনুন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সেই প্রমাণ সামনে আনতে পারিনি। ফলে বিজেপি যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অভিষেককে টার্গেট করছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।