জেলা

রামপুরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়, আহত ৭

রামপুরহাটে অনুষ্ঠান করতে যাওয়ার সময় পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে আহত মোট ৭ জন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার মুসরডার আহমেদপুরে। গানের অনুষ্ঠানে অংশ নিতে বীরভূমের রামপুরহাটের দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। বাবুলের কনভয়ে থাকা একটি গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। আহত হয়েছেন তাঁর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে বাবুল সুপ্রিয়র গাড়ি এগিয়ে যাওয়ার পর তার পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি আর  মুসরডা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসা একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা মারে। অটো ও নিরাপত্তা রক্ষীদের গাড়ি, দুটিই নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় অটোচালক ও নিরাপত্তারক্ষী সমেত মোট ৭ জন আহত। তাঁদের ভর্তি করা হয়েছে সাঁইথিয়া হাসপাতালে। বাবুল সুপ্রিয় রওনা দিয়েছেন রামপুরহাটে, অনুষ্ঠানের উদ্দেশে। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই গাড়িতে ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোচালকও।  ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।