দেশ

আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ

 গোয়েন্দা সূত্রের দাবি, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি, জঙ্গিদের নিশানায় রয়েছেন আরএসএস নেতারা। এমনকি, সঙ্ঘের দফতরগুলিও জঙ্গি নিশানায়। সেই কারণে দিল্লির সঙ্ঘের দফতর কেশব কুঞ্জ ও শাখা উদাসীন আশ্রমের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ)-র হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা গিয়েছে ৷ অন্তত ৭০ জন আধাসেনা জওয়ানের উপরে ওই দুই ভবনের বাইরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বর্তমানে কোনও রাজনৈতিক দলের দফতরের নিরাপত্তার দায়িত্বে নেই সিআইএসএফ। দেশের প্রধান শাসকদল বিজেপির দিল্লিস্থিত সদর দফতরের সুরক্ষার দায়িত্বে দিল্লি পুলিশ। ফলে কেন শুধু সঙ্ঘের দফতরে আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দিন কয়েক আগে অপেক্ষাকৃত জনসমাগম কম হয়, এমন বিমানবন্দরগুলি থেকে প্রায় ৩,০৪৯ জন সিআইএসএফ কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিমান মন্ত্রক। পরিবর্তে সেখানে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দু’টি বিষয়ের মধ্যে যোগসূত্র টেনে ক্ষুব্ধ জয়রামের টুইট, ‘বিমানবন্দরের সুরক্ষা দেখবে বেসরকারি সংস্থা আর সঙ্ঘের দফতরের নিরাপত্তায় থাকবে সিআইএসএফ। বাহ্! মোদীজি বাহ্’! বিরোধীদের কটাক্ষ, আরএসএস এক সময় বলেছিল, কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধে যেতে পারে। তাদের ক্যারাটে শেখানো হয় আত্মরক্ষার জন্য। যারা নিজেরাই যুদ্ধে যেতে বা আত্মরক্ষা করতে পারে, তাদের সুরক্ষার জন্য আধাসেনার কি প্রয়োজন?