অভিনেতা আসিফ বেসরার ঝুলন্ত দেহ উদ্ধার হল। আসিফ বসরার মৃত্যুর এই ঘটনা যেন প্রায় পাঁচ মাস আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে অনেককে। বৃহস্পতিবার ধরমশালার একটি কমপ্লেক্সে তাঁর দেহ মেলে। পুলিস গিয়ে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক দলও। ঘটনাটি আত্মহত্যা কিনা খতিয়ে দেখা হচ্ছে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এক প্রাইভেট কমপ্লেক্সে থাকতেন আসিফ। শোনা গিয়েছে, ইউকে নিবাসী প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৫৩ বছরের অভিনেতা। বৃহস্পতিবার সকালে নাকি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতেও বেরিয়েছিলেন। পুলিশের অনুমান, তারপর বাড়িতে ফিরে পোষ্যের বেল্টের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৫৩ বছরেরে অভিনেতা। শোনা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে হরর-থ্রিলার সিরিজ ‘ওহ’তে ইতিহাসের শিক্ষক ওমকার দীক্ষিতের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। তারপর থেকে ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘জব উই মেট’, ‘কায় পো চে’, ‘কৃষ ৩’র সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হোস্টেজেস’ সিরিজেও অভিনয় করেছেন আশগার নবির চরিত্রে।