বিনোদন

সাত পাকে বাঁধা পরলেন কাঞ্চন-শ্রীময়ী

শনিবাসরীয় সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পরলেন কাঞ্চন-শ্রীময়ী৷ দক্ষিণ কলকাতার একটি জায়গায় বিয়ের অনুষ্ঠান হল। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান – একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। প্রেমদিবসে আইনি বিয়ে সেরেছেন তারকা দম্পতি। এবার সামাজিকভাবে এক হলেন তারা। লাল টুকটুকে বেনারসি পরে ছাদনাতলায় হাজির শ্রীময়ী। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।  তার সঙ্গে ম্যাচিং করা পাঞ্জাবি কাঞ্চনের পরনে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।