বুধবার সন্দেশখালিতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । প্রথমে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করান গেরুয়া কর্মীরা। এরপর সুকান্তকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী নিজেও। তাঁকেও হাসপাতালে দেখতে যান সুকান্ত মজুমদার। এবার সুকান্তকে দেখতে হাসপাতালে গেলেন মহাগুরু।সুকান্ত মজুমদারকে দেখে বেরিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তীব্র সমালোচনা করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেখানে রাজ্যের মহিলাদের অবস্থা এরকম হবে কেন? এটাই তো সময় বাংলার মানুষদের জেগে ওঠার। আর কতদিন এরকম চলবে? এর চেয়ে ঘৃণ্য কাজ আর হয় না। রাজনীতি সবাই করি। কিন্তু এটা রাজনীতির উর্ধ্বে।”