বিনোদন

প্রয়াত হলেন দেবশ্রী রায়ের মা নৃত্যশিল্পী আরতি রায়

প্রয়াত হলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের মা তথা নৃত্যশিল্পী আরতি রায়। আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরতি দেবী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। নৃত্যশিল্পী আরতী রায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। নৃত্যশিল্পী ছিলেন তিনি। সাঁই নটরাজ ডান্স স্কুল নামে একটি নাচের স্কুল চালাতেন। মায়ের অনুপ্রেরণাতে দেবশ্রী রায় নাচ শিখতে শুরু করেন। তাঁর অভিনয় জগতে আসাও মায়ের কারণেই। মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়ও। জানা গিয়েছে কয়েক মাস আগেই দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে যান আরতি দেবী। গত ৯ আগস্ট সেখানেই তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তারপর থেকে কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন আরতি দেবী। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেওড়াতলা মহাশ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। শুধু মেয়ে দেবশ্রীই নয় আরতি দেবীর নাতনী তথা দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে রানী মুখোপাধ্যায়েও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে আরতি দেবীর মৃত্যুর সময়ে কৃষ্ণা মুখোপাধ্যায় তাঁর পাশে থাকলেও শারীরিক অসুস্থতার কারনে আসতে পারছেন না রানী।