বিনোদন

সেনা অফিসারের হাতে ‘আক্রান্ত’ টেলি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের তৎপরতায় ১৫ মিনিটেই গ্রেফতার অভিযুক্ত

আর জি করের ঘটনার মাঝেই শুক্রবার সন্ধ্যায় সার্দান অ্যাভিনিউ-তে আক্রান্ত হন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। নায়িকার অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় বাইক আরোহী তাঁর গাড়ির জানালায় ঘুষি মেরে কাচ ভেঙে দেয়।  পায়েলের ফেসবুক লাইভ থেকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। অভিযুক্তকে ১৫ মিনিটেই মধ্যে গ্রেফতার করা হয়। জানা যায়, সেই অভিযুক্ত একজন সেনা অফিসার। শনিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার। তিনি অভিনেত্রীর বিরুদ্ধে পালটা বাইকে ধাক্কার মারার অভিযোগ এনেছেন।  জানা গেছে, বাইকে গাড়ি স্পর্শ হলেও কোনও ক্ষতি হয়নি। বাইক আরোহী অক্ষত ছিলেন। তিনি কাচ নামিয়ে কথাও বলেন, তবে সেই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁর উপর চড়াও হয়। গাড়ি থেকে নামতে বলে, নিজের সুরক্ষার কথা ভেবেই তিনি গাড়ি থেকে নামেননি। এরপরই অভিযুক্ত ঘুষি মেরে কাচ ভেঙে দেয়। জামিনে মুক্তি সেনা অফিসারকে আগামী ৪ঠা সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের পরিচয় সামনে আসার পর হতবাক অনেকেই। কলকাতা পুলিশের তরফে এদিন সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা, ‘গতকাল সন্ধ্যায় সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন লেক অ্যাভিনিউ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আনন্দপুর এলাকার বাসিন্দা ও অভিনেত্রী। এক মোটরবাইক আরোহী তাঁর গাড়ি থামানোর চেষ্টা করে, দাবী করে যে বাইকে ধাক্কা মেরেছে গাড়ি। তিনি প্রথমে গাড়ি থামাননি, তবে একটি ক্যাফের কাছে থামতে বাধ্য হন। তাঁর দাবী, তাঁকে গাড়ি থেকে নামতে বলে বাইক আরোহী, এবং তিনি নামতে অস্বীকার করলে ঘুষি মেরে জানলার কাচ ভেঙে দেয়।’ আরও জানানো হয়, ‘এছাড়াও আরোহীর বিরুদ্ধে অশালীনতা, অশ্লীল ভাষা প্রয়োগ, এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী । টালিগঞ্জ থানায় এই মর্মে অভিযোগ নথিবদ্ধ হয়েছে। বাইক আরোহী আলিপুর কম্যান্ড হাসপাতালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে কর্মরত। তাকে আপাতত গ্রেফতার করেছি আমরা। পায়েলের বিরুদ্ধে পালটা বাইকে ধাক্কা দেওয়ার অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত, সেটিও খতিয়ে দেখছি আমরা।’