ফের আদালতে ধাক্কা খেলেন কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের। বৃহস্পতিবার নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন ফের খারিজ করল। সূত্রের খবর, এ বার হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রীর আইনজীবীরা। উল্লেখ্য, এর আগে ম্যাজিস্ট্রেট আদালতও তাঁর জামিনের আবেদন খারিজ করেছিল। গত ৩ মার্চ গ্রেপ্তার হন রান্যা। দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছিল। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট ১২.৫৬ কোটি টাকার সোনার বাট। পরবর্তীকালে তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়ে তদন্তকারীরা মোট ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকার নগদ টাকা উদ্ধার করেছিলেন।জামিন না পাওয়ায় এখনও জেল হেফাজতেই থাকতে হবে রান্যাকে। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সোনার পাচার চক্রের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে জেরা করে ইতিমধ্যে সাহিল জৈন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। তদন্তে আরও জানা গিয়েছে, বিদেশে সোনা পাচারের জন্য দুবাইয়ে ডেলি প্যাসেঞ্জারি করতেন রান্যা। রান্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন আর্থিক লেনদেন, বিদেশ যাত্রার যাবতীয় তথ্য ঘেঁটে দেখেছেন তদন্তকারীরা। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, এই সোনা পাচার চক্রের শিকড় বহুদূর বিস্তৃত। এই পাচারকাণ্ডে রান্যার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর বাবা, রাজ্য পুলিশের ডিজি রামচন্দ্র রাওয়ের। তদন্তকারীরা মনে করছেন, বাবার প্রভাবকে কাজে লাগিয়েই রান্যা সোনা পাচারের জাল বিস্তার করেছিলেন। এই মামলায় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখেমুখি হন রামচন্দ্র রাও।
