সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের পৌরহিত্য করলেন নন্দিনী ভৌমিক। বৈদিক রীতিতে বিয়ে করলেন তাঁরা, তাই হয়নি কন্যাদান। বাকি নিয়ম একই থেকেছে। একেবারে ছিমছামভাবে বিয়ে হল সন্দীপ্তা ও সৌম্যর। তবে মালাবদলের সময় বেজে উঠল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। একেবারে ফিল্মি কায়দায় সৌম্যর গলায় মালা দিলেন সন্দীপ্তা। বিয়েতে কথা মতোই ফুসিয়া পিঙ্ক রঙা বেনারসি পরছেন অভিনেত্রী। একই রঙা ব্লাউজ ও ওড়না। সঙ্গে সাবেকি সোনার গয়না। বিয়ের থিম পিঙ্ক অ্যান্ড হোয়াইট। আর সৌম্যর দেখা মিলল অফ হোয়াইট ধুতি আর ফুসিয়া পিঙ্ক শেরওয়ানিতে। বৃষ্টির কারণে বিয়ের প্ল্যানিং শেষ মুহূর্তে বদলাতে হয়েছে নায়িকাকে। খোলা আকাশের নীচে নয়, দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক ভেনুর অন্দরেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান।