জেলা

মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী, দল বদল নিয়ে কটাক্ষ অনুপমের

২০২১ রাজ্য বিধানসভা ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে ইতিমধ্যেই বিজেপি সঙ্গ ত্যাগ করেছেন শ্রাবন্তী৷ ফলে বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ এই নিয়ে জল্পনা যখন চলছে ঠিক তখনই তৃণমূলের মঞ্চে দেখা গেল এই অভিনেত্রীকে ৷ সোমবার বাসন্তীর মসজিদবাটিতে শাসকদলের এক অনুষ্ঠানে যোগ দেন শ্রাবন্তী ৷ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি ৷ এদিন, তৃণমূলের ওই দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক৷ শওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডলদের উপস্থিতিতেই শ্রাবন্তী এদিন বলেন, “আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদি’কে অনেক ধন্যবাদ । আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই ।” ওই মঞ্চে শ্রাবন্তীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি মেমেন্টো। বিজেপির সঙ্গে বেশিদিন ‘ঘর’ করতে পারেননি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ ১১ নভেম্বর সকালে টুইটে বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন টলি সুন্দরী৷ জানিয়ে দেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক তিনি ছিন্ন করছেন৷ অভিনেত্রী লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপিতে নতুন ভাবনা চিন্তা এবং আন্তরিকতার অভাব রয়েছে৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি৷’অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃণমূলের অনুষ্ঠানে যোগ দেওয়ার এই ভিডিয়ো সামনে আসতেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে তিনি ব্যাক্তিগত আক্রমণ করে লেখেন, ‘এনার তো স্বা** এবং পার্টি বদলাবার গতিবেগ প্রায় সমান দেখি!!!’ এরপর তিনি লেখেন, ‘যাস্ট দু’মাস আগে ঢাকঢোল পিটিয়ে বিজেপি’র হয়ে ভোট লড়ে গিয়ে আজ দেখি ঢাকঢোল পিটিয়ে বাসন্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন।’