দেশ বিদেশ

মহামারীতেও উপার্জন ১৬.২ বিলিয়ন ডলার, সম্পত্তি বৃদ্ধির হারে সারা বিশ্বে প্রথম হলেন আদানি

করোনা মহামারীতে সারা বিশ্বে যখন আর্থিক মন্দা চলছে, সাধারণ মানুষের হাতে অর্থের জোগান কম, কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। ঠিক সেই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর কর্নধারের “বিকাশ” থেমে থাকেনি। পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের। ২০২১ সালে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ বিলিয়ন ডলার। তাঁর মোট সম্পত্তিতে যোগ হয়েছে ১৬.২ বিলিয়ন ডলার। এর ফলে আদানি এখন বিশ্বের ২৬ তম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। বিশ্বের তাবড় ধনী জেফ বেজোস এবং এলন মাস্ক-কে পিছনে ফেলে চলতি বছরেই বিশ্ব ধনীদের তালিকায় এক ধাপ এগিয়ে এসেছেন তিনি। টেলসা গোষ্ঠীর কর্ণধার- এলন মাস্ক নিজের সম্পত্তির পরিমাণ ১০.৩ বিলিয়ন ডলার বাড়িয়েছেন, আমাজন গোষ্ঠীর কর্ণধার জেফ বেজোস ৭.৫৯ বিলিয়ন ডলার বৃদ্ধি হয়েছে। সেখানে গৌতম আদানি নিজের সম্পত্তির পরিমাণ ১৬.২ বিলিয়ন ডলার বৃদ্ধি হয়েছে।