কলকাতা

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচন চান অধীর

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ করে নির্বাচনী লড়াই করলে মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষে তিনি থাকবেন। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুরে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন। তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসা অর্জন করেছেন। আগামী দিনে এই বাংলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। আমি সবার আগে ভোটের লাইনে দাঁড়িয়ে তাঁকে ভোট দেব। বিচারপতি অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তিনি এদিন বহরমপুরেই ছিলেন। যদিও অধীরের মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্প্রতি তৃণমূল এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা রায় দিয়েছেন। তাঁর গলায় আমরা বিজেপির কণ্ঠস্বর শুনেছি। এখন অধীর চৌধুরীর মুখেও বিচারপতির প্রশংসা শোনা যাচ্ছে। আসলে অধীর ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন।