কলকাতা বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রাজনীতি‌ অধীরের, মেয়ে বললেন, ‘‌বিতর্ক চাই না’

অভিনেতাকে তাঁর প্রাপ্য সম্মান দেয়নি রাজ্য সরকার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বিতর্ক তৈরি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বুধবার সকাল ১১টায় সেখানে পৌঁছন তিনি। মিনিট ২০ সৌমিত্রবাবুর বাড়িতে ছিলেন কংগ্রেস সাংসদ। পাল্টা জবাবে কন্যা পৌলমী বসু স্পষ্ট জানিয়ে দেন, ‘‌অধীরবাবু আসায় আমরা খুশি। তবে এই নিয়ে বিতর্ক চাই না।’‌   কংগ্রেস নেতার দাবি, সৌমিত্রবাবুর নামে রাজ্যে অডিটোরিয়াম তৈরি করা হোক। শুধু তাই নয়, সত্যজিত রায় ফিল্ম ইনস্টিটিউশনে প্রয়াত অভিনেতার নামে একটি চেয়ারও রাখা হোক। তারই পরিপ্রেক্ষিতে পৌলমী বসু বলেন, ‘‌আমাদের ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগল। ওনার মতো একজন বড়মাপের মানুষ এসে বাবাকে শ্রদ্ধা অর্পণ করলেন, আর কী বলতে পারি!‌ অধীরবাবুর প্রস্তাব শুনে আমার খুবই ভাল লাগছে। এটা খুবই সুন্দর প্রস্তাব। খুব যথাযথ প্রস্তাব। সত্যি তো, ওনার নামে একটা চেয়ার হলে আমাদের খুবই ভাল লাগবে। এত দুঃখের মধ্যেও আমার মনটা একটু শান্তি পেল এটা শুনে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, তিনি আর্কাইভ করতে চান। সমস্তরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’‌