নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করল আদিত্য-এল ১। বর্তমানে ভারতের এই মহাকাশযানটি ২৯৬ কিমি X ৭১ হাজার ৭৬৭ কিমির একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো তাদের এক্স হ্যান্ডেলে এই সংবাদ দিয়েছে। ভারতের বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা এবং পোর্টব্লেয়ার ছাড়াও মরিশাস থেকে আদিত্যের কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত। তারাই জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ বেলা দুটো নাগাদ আদিত্যের পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে। ইসরোর দাবি, ১৮ সেপ্টেম্বরের মধ্যে আদিত্য চারবার পৃথিবীর চারপাশে ঘুরবে। এখনও পর্যন্ত ঠিকঠাকই কাজ করছে এই মহাকাশযান। আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম সূর্যের ছবি পাঠাবে আদিত্য। আর তা সম্ভব হলে সফল হবে ভারতের প্রথম সূর্য অভিযান।