দেশ

‘গুরুগ্রন্থসাহেব’ সঙ্গে নিয়ে কাবুল থেকে ফিরলেন ৭৮ জন ভারতীয়

দেশে কাবুলের গুরুদওয়ারা থেকে গুরুগ্রন্থসাহেব সঙ্গে নিয়ে ভারতে ফিরলেন ৭৮ জন ভারতীয়। সকালের বিমানে ভারতে ফিরলেন প্রত্যেকে। আজ এয়ার ইন্ডিয়ার এআই-১৯৫৬ বিমানে দিল্লি এসে পৌঁছায় ৩টি গুরু গ্রন্থসাহেব ৷ আফগানিস্তান থেকে তাজাকিস্তান ৷ সেখানে দুশানবে থেকে ৭৮ জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি পৌঁছায় আজ সকালে ৷ দেশের মাটিতে পা রাখার পর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রন্থসাহেবের ৩টি স্বরূপ মাথায় তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন, বিজেপি নেতা আরপি সিং৷  প্রত্যেকদিনই প্রায় বায়ুসেনার বিমানে করে দেশে ফেরানো হচ্ছে আফগানে থাকা ভারতীয়দের।  এদিন আরও ৩ বাঙালি ফিরেছেন ঘরে। কাবুল থেকে কাতার হয়ে গোপালনগরের বাড়িতে ফেরেন বিদ্যুৎ বিশ্বাস, পশাল সরকার ও রঘুনাথপুরের প্রবীর সরকার। আমেরিকান সেনা ক্যাটারিংয়ে কাজ করতেন তাঁরা। আফগানিস্তান থেকে তাজাকিস্তান হয়ে দিল্লি ফেরানো হচ্ছে। এখনও পর্যন্ত ৫০০ বেশি ভারতীয়দের ফেরানো হয়েছে দেশে।