জেলা প্রসাশনের উদ্যোগে তিন বছর পর শান্তিনিকেতনে ফেল অনুষ্ঠিত হচ্ছে পৌষমেলা। রবিবার ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত দিন পর্যন্ত বিশ্বভারতী এই মেলার আয়োজন করত। এবার মেলার আয়োজনে করেছে বীরভূম জেলা প্রশাসন। এর আগে গতকাল পৌষ উৎসবের শুরু হয় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে। সকাল ৬ টায় শান্তিনিকেতন সানাই এবং ছাতিমতলায় ৭টায় উপাসনা হয়। বাউল গানের মধ্যে দিয়ে সকাল ১১টা নাগাদ পৌষমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এছাড়া দুপুর ৩টে থেকে আম্রকুঞ্জে আশ্রমিক সংঘের অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় ছাতিমতলা এবং উদয়নে আলোকসজ্জা। রাত ১০টা মেলা প্রাঙ্গণে যাত্রানুষ্ঠান রয়েছে। মেলার ভার্চুয়ালি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বলেন, ‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। এই গানটি আজও আমাদের কাছে সমাদৃত এবং বিশ্বজনিন। কবিগুরুর অবদান বিশ্বের কাছে অবদান রয়েছে।’মুখ্যমন্ত্রী এদিন আরও বেলন, ‘কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থানকে কলুষিত করুক আমরা সেটা চাই না। তাই ভালবাসার সঙ্গে, সতর্কতার সঙ্গে এই মেলা পরিচালনা করতে হবে।’ ২৮ ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। বিশ্বভারতী মেলা করবে না তা জানার পরই জেলাপ্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মেলা করার। তা পূর্বপল্লীর মাঠে করার কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো পর্বপল্লীর মাঠেই মেলা অনুষ্ঠিত হচ্ছে।