দেশ

এবার দিল্লিতে ‘কেজরিওয়াল হটাও’ পোস্টা, আপ-বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে

‘মোদি হটাও’-এর প্রতিবাদে দিল্লিতে ‘কেজরিওয়াল হটাও’-এর পোস্টার, তুঙ্গে আপ-বিজেপি তরজা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির মান্ডি হাউস এলাকায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও একটি বিতর্কিত পোস্টারকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পাশাপাশি পোস্টার সাঁটানোর দায় সরাসরি নাম রয়েছে দিল্লি বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসার। বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সামনে আসার পর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ দিল্লি।