দেশ

মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে ‘দোষী সাব্যস্ত’ করল সুরাটের জেলা আদালত, ২ বছরের জেল হেফাজতের নির্দেশ

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করল গুজরাটের সুরাটের একটি জেলা আদালত। সুরাটের জেলা আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তাঁর ‘মোদি উপাধি’ মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করে। তাঁকে ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি এবং মানহানির মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। প্রসঙ্গত ভারত জোড়ো যাত্রা শেষে করে রাহুল গান্ধী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। কেমব্রিজে গিয়ে রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিজেপি। বিদেশের মাটিতে রাহুল গান্ধী ভারতীয় গণতন্ত্র, বিচার ব্যবস্থাকে অপমান করেছেন বলে অভ্যোগ করা হয় বিজেপির তরফে।