ক্রাইম দেশ

যোগীরাজ্যে মেয়েকে ‘গণধর্ষণ’ করল তিনজন পুলিস, অভিযোগের পর দুর্ঘটনায় মৃত্যু বাবার, উঠছে প্রশ্ন

২ দিন আগে ১৩ বছরের মেয়ের ‘গণধর্ষণ’ হয়েছে। কোনও রকমে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাবা। কিন্তু আর ফিরলেন না। পথ দূর্ঘটনায় মৃত্যু হল তাঁর। এর পিছনে চক্রান্ত আছে নাকি অন্য কোনও ঘটনা, এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিস। উত্তরপ্রদেশ কানপুরের ঘটনা। অভিযুক্ত ৩ জন। ‘রক্ষকই যখন ভক্ষক’ জানা গিয়েছে, ‘গণধর্ষণ’ মামলায় অভিযুক্ত দু’জন দীপু যাদব এবং সৌরভ যাদব কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কান্নুজ জেলায় উত্তরপ্রদেশ পুলিসে সাব ইনসপেক্টর পদে কর্মরত। তৃতীয় অভিযুক্ত গোলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার পরিবার পুলিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। ‘গণধর্ষণ’ মামলা দায়েরের করার পর থেকেই অভিযুক্তদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। তাঁরা অভিযোগ জানিয়েছে, তাদের মেয়ের ‘গণধর্ষণে “পুলিস জড়িত”। নির্যাতিতার দাদু সংবাদ মাধ্যমকে জানিয়েছন, ‘তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িয়ে পুলিস’।