ফের গণধর্ষণ করে খুন নাবালিকা। ছত্তিশগড়ে গণধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে এক নির্যাতিতাকে। ঘটনাটি ঘটেছে গত ২৯ জানুয়ারি এই রাজ্যের কোবরা জেলার লেমরু থানা এলাকার গোধুরিপাড়া গ্রামে। যদিও গতকালই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই নাবালিকা ছাড়াও খুন হয়েছেন তাঁর পরিবারের বছর চারেকের এক শিশু সহ নির্যাতিতার বাবাও। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাবা ওই জেলারই বারপানি গ্রামের বাসিন্দা৷ তিনি গত জুলাই মাস থেকে সান্তারাম মাঝোয়ারের বাড়িতে কাজ করতেন৷ ওই মাঝোয়ারই এই গণধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত৷ সেই ওই তিনজনকে জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল৷ তারপর অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে৷ তারপর পাথর ও লাঠি দিয়ে মেরে খুন করে তিনজনকে৷ এমনকী খুনের পর তাঁদের দেহগুলি জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়। মৃত ওই ব্যক্তির ছেলে পুলিসের কাছে পরিবারের ওই তিন সদস্যের নিখোঁজের অভিযোগ দায়ের করে৷ তদন্তে নেমে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিস নির্যাতিতাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকি দু’জনের মৃতদেহ উদ্ধার হয়৷ তবে হাসপাতালে নিয়ে গেলে ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করা হয়৷