জেলা

Mamata on CAA : ‘আমার কাজ সতর্ক করা, কী করবেন আপনাদের ব্যাপার!’ হাবড়ার পর শিলিগুড়ি থেকেও সিএএ নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

হাবড়ার পর শিলিগুড়ির সভা থেকেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে বিভিন্ন উন্নয় বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্যা (CAA) আমার পছন্ন নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার কাজ সতর্ক করা, সেটাই করছি।’ তাঁর অভিযোগ, “সিএএ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নিতে।”সোমবার সারা দেশে লাগু হয়েছে সিএএ। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার হাবড়ায় একটি প্রশাসনিক সভা থেকে মমতার অভিযোগ, দরখাস্ত করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন।এর কয়েক ঘণ্টা পর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক বোর্ডগুলির সঙ্গে এক বৈঠকেও সিএএ প্রসঙ্গ তুলে মমতার “২০১৯ সালে সিএএ”র বিরোধীতা করেছিলাম। এর থেকে মুসলিমদের বের করা হয়েছে। সিএএ পছন্দ করিনা।” তাঁর অভিযোগ, লোকের অধিকার ছিনিয়ে নিতেই এই আইন।সংবিধানের উদাহরণ দিয়ে মমতার অভিযোগ, সিএএ সংবিধান সম্মত নয়। এটা হল রাজনৈতিক সিএএ।