পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’ মোদির তীব্র আক্রমণ, ‘‘কংগ্রেস ও তৃণমূল এক… কংগ্রেসের সাংসদ ও প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনের এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়। তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়।’’ তিনি বলেন, ‘‘আমি ২০১৪ সালে বলেছিলাম দুর্নীতিগ্রস্তদের ধরব। ২০২৪ সালে বলছি সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে ভরব৷ আমাকে গালি দিলেও এটা করা উচিত…গ্যারান্টি দিচ্ছি ৪ জুনের পর নতুন সরকার গড়ার পর এমন দুর্নীতিগ্রস্তদের জীবন জেলে কাটবে…৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের উপরে অ্যাকশন আরও তীব্র হবে (বাংলায়)৷’’ এদিন আরও একবার দুর্নীতির টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী৷