জেলা

যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু সহ ৩ বিজেপি বিধায়কের

কৌশল বদল করে বৃহস্পতিবারও সন্দেশখালিতে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার আগেই বাসন্তী হাইওয়ের রামপুরে আটকে দেওয়া হল শুভেন্দুদের গাড়ি । এই নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসা ও তর্কাতর্কি চলে বিরোধী দলনেতার । তিনি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর এসডিও আমিনুল ইসলামকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি নিয়ম মেনে তাঁর সঙ্গে থাকা দলের তিন বিধায়ককে নিয়েই গ্রামের ভিতরে যাবেন । কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে । সেখানে কোনও গন্ডগোল করতে যাচ্ছেন না তিনি । কিন্তু তাতেও বরফ গলেনি । ওই পুলিশ আধিকারিক স্পষ্টত জানিয়ে দেন, ১৪৪ ধারা জারির মধ্যে শুভেন্দু সহ চার বিধায়ককে কোনও মতেই সন্দেশখালির ভিতরে ঢুকতে দেওয়া হবে না । এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু । প্রতিবাদ জানিয়ে তিনি বাসন্তী হাইওয়ের রাস্তাতেই বসে পড়েন । তাঁর পথেই রাস্তাতে বসে পড়েন শুভেন্দুর সঙ্গে থাকা বিজেপির আরও তিন বিধায়ক । উল্লেখ্য, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার যে তিনি পরিষদীয় দলকে নিয়ে সেখানে যাবেন, তা আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে, প্রথমে গোটা পরিষদীয় দলকে নিয়ে তাঁর সন্দেশখালি যাওয়ার কথা থাকলেও পরে সেই অবস্থান থেকে সরে এসে কৌশল বদল করেন বিরোধী দলনেতা । বুঝতে পারেন, সব বিধায়ককে সঙ্গে নিয়ে গেলে আগের দিনের মতো মাঝপথেই তাঁকে আটকে দেওয়া হতে পারে ।