কলকাতা

উত্তরকাশীতে উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পাঠানো হল দল

উত্তরকাশীর সিল্কিয়ারার টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিকের মধ্যে রয়েছেন বাংলার ৩ শ্রমিকও । মঙ্গলবার উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় অবশেষে তাঁদের এই টানেল থেকে বাইরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে । এই খবর আসা মাত্রই রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, উদ্ধারের পর বাংলার তিন শ্রমিককে নিরাপদে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, উত্তরকাশীতে বাংলার শ্রমিকদের সাহায্য করার জন্য লোক পাঠানো হয়েছে । রাজ্যের আধিকারিক রাজদীপ দত্তের নেতৃত্বে একটি দল গিয়েছে সেখানে । তাঁরাই বাংলা শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন । সরাসরি উত্তরকাশী থেকে তাঁরা শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন । এদিনের বার্তায় মুখ্যমন্ত্রী বাংলার এই প্রতিনিধি দলটির সদস্যদের নাম ও ফোন নম্বরও দিয়ে দিয়েছেন ৷ পাশাপাশি সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা বাংলার তিন শ্রমিকের নাম ও পরিচয়ও তিনি জানিয়েছেন ৷ মনে করা হচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে এই 41 জন শ্রমিককে সুড়ঙ্গের বাইরে বের করে আনা সম্ভব হবে ৷ গত 12 নভেম্বর ভোরে কেন্দ্রের চারধাম প্রকল্পের অন্তর্গত সিল্কিয়ারার নির্মীয়মাণ টানেলের একাংশ ভেঙে পড়ে আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ তাঁদের মধ্যে বাংলার তিনজন শ্রমিকও আছেন ৷ দুর্ঘটনার 17 দিন পর মঙ্গলবার প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে উদ্ধারকাজ ৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷ প্রথমদিন থেকে এই উদ্ধারকাজের দিকে নজর ছিল মুখ্যমন্ত্রীর ৷ আগেই বাংলার ওই শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন উদ্ধারকাজ প্রায় শেষ লগ্নে জানতে পেরেই ওই শ্রমিকদের বাড়িয়ে ফিরিয়ে আনার উদ্য়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী ৷