দেশ

রাজ্যসভার ১৯ আসনে ভোটগ্রহণের পর ১৪ আসনের ঘোষিত হল ফলাফল

সকাল থেকে দেশের আটটি রাজ্যের এই ভোটগ্রহণে বেশ কয়েকটি আসনে নজর ছিল গোটা দেশের । রাজ্যসভার ১৯ আসনের মধ্যে ১৪ আসনে ফলাফল প্রকাশিত । একনজরে দেখে নেওয়া যাক কে কে জয় পেল –

🔵 রাজস্থান- ২ আসনে জয়ী কংগ্রেস, ১টি আসনে জয় বিজেপির
🔵 মধ্যপ্রদেশ- বিজেপি ২ আসনে জয়ী, কংগ্রেস ১ আসনে জয়ী
🔵 অন্ধ্রপ্রদেশ-৪টি আসনেই জয়ী YSRCP
🔵 মেঘালয়- এনপিপি ১ আসনে জয়ী
🔵 মণিপুর- বিজেপি ১ আসনে জয়ী
🔵 মিজোরাম- একমাত্র আসন জিতল মিজো ন্যাশনাল ফ্রন্ট
🔵 ঝাড়খণ্ড- এরাজ্যের দু’টি আসনের মধ্যে একটিতে জিতেছেন জেএমএম সুপ্রিমো শিবু সোরেন এবং অন্যটিতে বিজেপির রাজ্য সভাপতি দীপক প্রকাশ।
🔵 কর্ণাটক- এখানে ২ আসনে জয়ী বিজেপি । কংগ্রেস ও জেডিইউ পেয়েছে একটি করে আসন ।

অন্যদিকে, গুজরাতের চারটি আসনে ভোটগণনায় সমস্যা দেখা দেয়। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের তরফে দুই বিধায়কের ভোট বাতিলের দাবি করা হয়। কংগ্রেস দাবি করে, বিধায়ক কেশরিসিন সোলাঙ্কি এবং মন্ত্রী ভূপেন্দ্রসিন চুড়াসামার ভোট বাতিল করতে হবে। রাজ্যসভা ভোট ঘিরে গত কয়েক দিন ধরেই চলছে বিধায়ক কেনাবেচার অভিযোগ, সঙ্গে বিধায়কদের ইস্তফা-সহ একাধিক নাটকীয় ঘটনা । রাজ্যসভার ৫৫টি আসনের ভোট হওয়ার কথা ছিল মার্চের ২৬ তারিখ। তবে করোনার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩৭আসনে প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন । এদিন ভোটগ্রহণ হয় ১৯ আসনে ।