ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। কলকাতা সহ বাকি তিনটি মেট্রো শহরেই মহার্ঘ পেট্রোল-ডিজেলের দাম। মাথায় হাত সাধারণ মানুষের। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে হু হু করে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দাম বেড়েছে সব্জিরও। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা। যার ফলে দাম বেড়ে দাঁড়ালো ৯৭ টাকা ১২ পয়সা। প্রায় ১০০ ছুঁইছুঁই পেট্রোল। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ডিজেলের দাম ৯০.৮২ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭ টাকা ২২ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৮৭ টাকা ৯৭ পয়সা। জ্বালানির দাম বেড়েছে মুম্বইয়েও। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সা ও ডিজেলের দাম ৯৫ টাকা ৪৪ পয়সা। দক্ষিণের রাজ্য চেন্নাইতেও আগুন দাম জ্বালানির। সেখানে প্রায় ১০০ ছুঁতে চলেছে পেট্রোলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম ৯৮ টাকা ৪০ পয়সা ও ডিজেলের দাম ৯২ টাকা ৫৮ পয়সা।