দেশ বিজ্ঞান-প্রযুক্তি

চিন সফরের আগেই আণবিক অগ্নি-৫ মিসাইল উৎক্ষেপণ ভারতের

২০ অগাস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এদিন কৌশলগত এবং প্রযুক্তিগত পরীক্ষা সফল হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হয়। এই মিসাইল যে দুরত্ব অতিক্রম করতে পারে তাতে প্রতিবেশী চিন এবং পাকিস্তানের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অন্যদিকে, এই মাসেই চিন সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যেই ভারত সফর করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এসসিও সম্মেলনের আগে অগ্নি-৫ উৎক্ষেপণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে, এই ক্ষেপণাস্ত্র ৫,০০০ কিলোমিটারেরও বেশি দুরত্ব অতিক্রম করতে পারে। আওতায় থাকবে ভারতের প্রতিদ্বন্দ্বী চিন এবং পাকিস্তান। বলে রাখা ভালো, এশিয়া-প্যাসিফিকে চিন ও ভারত দুই মহাশক্তি। ফলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা চলে আসে।