দেশ

অগ্নিপথ ইস্যু নিয়ে বাতিল ২৩৪ ট্রেন, বিহারের ১২ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

মোদি সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প কার্যত দেশে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে। প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার , হরিয়ানা , মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ ১২ রাজ্য। বিক্ষোভের জেরে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটের ২৩৪টি দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বিক্ষোভের আগুন যাতে আর না ছড়াতে পারে তার জন্য রাজ্যের ১২ জেলায় আগামী রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে অশান্তি সৃষ্টির দায়ে এদিন রাত পর্যন্ত মোট ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে যে দেশে বিক্ষোভ এমনভাবে ছড়িয়ে পড়বে, তা অনুমান করা যায়নি বলে স্বীকার করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। গত ১৪ জুন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পের সূচনা করা হয়। আর তার পরেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। গত তিনদিন ধরে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে একাধিক রাজ্য। একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পথ অবরোধের পাশাপাশি ভাঙচুরও চালানো হয়। শুক্রবার সকালে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে বিক্ষোভকারীদের উপরে রেল পুলিশ গুলি চালালে ১৯ বছর বয়সী এক কিশোর মারা যায়। বিক্ষোভকারীদের আক্রোশ মূলত পড়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের উপরে। একাধিক বিজেপি নেতা-মন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়। রেল সূত্রে জানা গিয়েছে, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে মোট ১২টি ট্রেনে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। রেললাইন অবরোধ করায় মোট ২৩৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। বাকি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।