কেন্দ্রের নতুন ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশে একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। এমনকী বিহারের চম্পারণে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। লক্ষ্মীসরাইয়ে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে, তা অশনিস্কেত বলেই মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকরা।উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে ঢুকে এদিন বিক্ষোভকারীরা ট্রেনের একটি কামরায় আগুন ধরিয়ে দেয়। আর স্টেশনের বাইরে লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় দোকানে। পুলিশের সঙ্গে বিবাদেও জড়ায় তারা। বালিয়ার জেলা শাসক সৌম্য আগরওয়াল জানিয়েছেন, বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশেও ক্ষোভ বাড়ছে। হরিয়ানার পালওয়াল জেলায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে নেট।