টিকার পরপর ২ ডোজ নয়, করোনার প্রাণঘাতী প্রজাতি রোধে নিতে হবে বুস্টার। দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন ভারত সহ গোটা বিশ্ব যখন দিশেহারা, সেই সময় জিনের পরিবর্তন ঘটিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। কখনও ডেল্টা, কখনও ডেল্টা প্লাস বা ল্যামডা, একের পর এক প্রজাতির দাপটে ত্রস্ত মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এবার থাবা বসাতে পারে তৃতীয় ঢেউ। ডেল্টা এবং ডেল্টা প্লাস নামের এই প্রজাতির জেরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা। সেই কারণে করোনার তৃতীয় ঢেউ রুখতে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন এইমস প্রধান চিকিত্সক রণদীপ গুলেরিয়া। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাত্কারে গুলেরিয়া জানান, করোনাকালে শরীরের প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে বুস্টার ডোজের প্রয়োজন। বুস্টার ডোজ নিলে করোনার বিভিন্ন ধরনের প্রাণঘাতী প্রজাতিকে রুখে দেওয়া যাবে বলে মন্তব্য করেন গুলেরিয়া। গোটা দেশের মানুষের টিকাকরণ সম্পূর্ণ হলে, তবেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হতে পারে বলে মত প্রকাশ করেন এইমস প্রধান। পাশাপাশি করোনা রুখতে বুস্টারের ট্রায়ালও ভারতে শুরু হয়েছে। চলতি বছরের শেষদিকে বুস্টার ডোজ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন এইমস প্রধান। তবে গোটা দেশের মানুষের টিকাকরণ সম্পূর্ণ হলে, তবেই বুস্টার নেওয়া যাবে বলেও মন্তব্য করেন এইমসের ডিরেক্টর।