বিনোদন

অমিতাভ, অভিষেকের পর ঐশ্বর্য এবং আরাধ্যাও করোনা পজিটিভ

অমিতাভ, অভিষেকের পর এবার বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য করোনা পজিটিভ। অমিতাভ বচ্চনের কোভিড টেস্টের কথা বিগবি নিজেই টুইটে জানান। এরপর অমিতাভ পুত্র অভিষেকের কোভিড টেস্টের কথা জানা যায়। পরবর্তীকালে দেখা গিয়েছে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য ও তাঁর সন্তান আরাধ্যাও করোনা পজিটিভ । জয়া বচ্চনের রিপোর্ট এখনও নেগেটিভই। দ্বিতীয়বার তাঁদের করোনার টেস্ট করা হলে এই রিপোর্ট বেরিয়েছে বলে জানান, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।