বিনোদন

বচ্চন পরিবারের দোল উৎসবে এক ফ্রেমে জয়া-অভিষেক-ঐশ্বর্য

প্রতি বছরের মতো এ বছরেও বচ্চন বাড়িতে হোলি উদযাপিত হচ্ছে। ২৪ মার্চ হোলিকা দহন ছিল। হোলিকা দহনের সেই ছবি শেয়ার করেছেন অমিতাভের নাতনি। যেখানে দেখা গিয়েছে বচ্চন বধূকেও। ঐশ্বর্য রাই এবং স্বামী অভিষেক বচ্চন-সহ সকলেই খুব আড়ম্বর সহকারে হোলিকা দহন পালন করেন। তবে এবছরের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ঐশ্বর্যর স্বপরিবারে উৎসব উদযাপন। নভ্যা নভেলি নন্দা তাঁর ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। এর মধ্যে তাঁকে জ্বলন্ত হোলিকার সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। মামা অভিষেক বচ্চন এবং মামি ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও পরিবারের সকল সদস্যের কাছ থেকে তাঁকে আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর পাশাপাশি জয়া বচ্চন এবং অমিতাভও একসঙ্গে হোলিকা দহনের পূজা করতে দেখা গিয়েছে। এদিন সন্ধে থেকেই হোলিকা দহনের আয়োজন। কাঠের পাটাতনের উপরে চুড়ো করে রাখা পাতলা কাঠ। তাতে ফুল, মালা, ফল, মিষ্টি। মন্ত্র পড়ে তাতে আগুন দেন জয়া। তিনি রানি রঙা সালোয়ার-কামিজে উজ্জ্বল। পাশে অভিষেক। সাদা পাজামা-পাঞ্জাবির উপরে হলুদ রঙের জহর কোট জড়িয়ে নিয়েছেন। দেখতে দেখতে তাতে দাউদাউ সামিল। সবটাই ঘটেছে বচ্চনদের বাংলোর বাগানে। অভিষেকের মতো এদিন বাকিরাও সাদা। ঐশ্বর্য যেন গরবিনী রাজহংসী। তাঁর কপালে, সিঁথিতে লাল রং, সিংদপর জ্বলজ্বল করছে। মামার কপালে আবির ছুঁইয়ে দিচ্ছেন শ্বেতশুভ্র সুন্দরী নভ্যা। একটু দূরে দাঁড়িয়ে শ্বেতা। সব মিলিয়ে যৌথ পরিবার সুখী পরিবারের নিখুঁত ছবি! ফ্রেমে শুধু অভিতাভ বচ্চন আর আরাধ্যাকে দেখা যায়নি।