দেশ

শিবসেনার পর এনসিপি, মহারাষ্ট্রে এনসিপি-র প্রতীক পেল অজিত পাওয়ার গোষ্ঠী

অজিত পাওয়ার গোষ্ঠীকেই শেষপর্যন্ত দলের নাম ও প্রতীক দিল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে শিবসেনার পর এবার ভাঙন এনসিপি-তেও। শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে গিয়েছেন ভাইপো অজিত। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। সঙ্গে আরও ৪০ জন বিধায়ক। শিন্ডে সরকারে এখন উপমুখ্যমন্ত্রী অজিত। এমনকী, তাঁকেই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন করেছেন এনসিপি বিধায়কের একাংশই।এদিকে দল থেকে বেরিয়ে যাওয়ার পর, NCP প্রতীক ও নাম ব্যবহারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন অজিত পাওয়ার। সেই আবেদন প্রক্ষিতেই এনসিপি যে দুটি শিবিরে বিভক্ত, তা মেনেও নিয়েছিল কমিশন। প্রতীক কার হাতে থাকবে? শুনানি পর্বে দুই গোষ্ঠীর সাংগঠনিক শক্তি খতিয়ে দেখা হয়। এর আগে, শিবসেনার দুটি গোষ্ঠীকেই অবশ্য মান্যতা দেয় নির্বাচন কমিশন। উদ্ধব ঠাকরে গোষ্ঠী শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), আর একনাথ শিন্ডের গোষ্ঠী শিবসেনা (বালাসাহেবচি)। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর অনুগামীদের নয়া প্রতীক হল মশাল। একনাথ শিল্ডে গোষ্ঠীর পছন্দের তিনটি প্রতীকই অবশ্য বাতিল হয়ে যায়। ফের  ফের নতুন করে আবেদন করতে বলে কমিশন।