বিনোদন

মিলল না ছাড়পত্র, মুক্তির এক মাস আগেই সেন্সর বোর্ডে বড়সড় ধাক্কা খেল অক্ষয় কুমারের ছবি ‘OMG 2’

চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে বলিউড খিলাড়ি কুমারের, ‘Selfie’। কিন্তু বক্সঅফিসে সেই চেনা চেহারা। ফ্লপ খাতায় নাম লিখিয়েছিল এই ছবিটিও। গত কয়েক বছর ধরেই তাঁর কেরিয়ার দিয়ে যেন তুফান বয়ে চলেছে। বছরে অন্যান্য হিরোদের তুলনায় তাঁর বেশি ছবি মুক্তি পায়। কিন্তু কোনটাই সাফল্যের মুখ দেখে না। ১১ অগস্ট মুক্তি পাচ্ছে অভিনেতার বহু প্রতীক্ষিত ওএমজি-২। মঙ্গলবার ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে। ভগবানকে কেন্দ্র করেই নির্মিত ওএমজি-২। ২০১২ সালে ছবিটির প্রথম সংস্করণ মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে বেশ হিটও হয়েছিল। প্রায় ১ দশক পর মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘ওএমজি: ওহ মাই গড ২’। আগের ছবিতে তিনি শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করলেও OMG2-তে তাঁর ভূমিকা ভগবান শিবের। এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এলো যেহেতু গতবছর থেকেই অক্ষয়ের কেরিয়ারে চলছে সুনামি, সম্রাট পৃথ্বীরাজ থেকে রামসেতু, রক্ষা বন্ধন, সেলফি সবটাই বক্সঅফিসে হোঁচট খেয়েছে তাই তিনি নাকি এই ছবির জন্যে অত্যন্ত কম পারিশ্রমিক নিয়েছেন। ৫০-১০০ কোটি নয়, মাত্র ৩৫ কোটি টাকাতেই খুশি হয়েছেন অভিনেতা। তবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিতকরণ মেলেনি। আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছবির। কিন্তু তার আগেই সেন্সর বোর্ড থেকে বড়সড় হোঁচট খেল ছবি। মুক্তির মাত্র এক মাস আগেই ছাড়পত্র আটকে দিল সেন্সর বোর্ড তথা সিবিএফসি। আসলে, ‘আদিপুরুষ’ নিয়ে এখনও দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। সেই কারণেই শোনা যাচ্ছে, সব দিক ভেবেচিন্তে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তবেই ছবিকে ছাড়পত্র দেবে সেন্সর বোর্ড। আসলে ‘আদিপুরুষ’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবিতে চরিত্রদের সাজপোশাক থেকে শুরু করে সংলাপ, সব নিয়েই অসন্তোষ তৈরি হয় দর্শকের মধ্যে। যেহেতু ‘আদিপুরুষ’ হিন্দু মহাকাব্য রামায়ণের আধুনিক সংস্করণ, তাই ভগবানদের এমন সংলাপ কেউই মানতে পারেননি। তাই বিক্ষোভ ওঠে চরমে। ছাড় পায়নি সেন্সর বোর্ডও।