দেশ

খুলে গেল জগন্নাথ মন্দিরের চার দরজা, উন্নয়নের জন্য ৫০০ কোটির তহবিল তৈরির ঘোষণা ওড়িশার বিজেপি সরকারের

নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে। বুধবার মুখ্যমন্ত্রী মোহন মাঝির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড আবহে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার মন্দিরের চারটি দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তীর্থযাত্রীদের কেবল একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি ছিল। এই নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন পুণ্যার্থীরা। কিন্তু ওড়িশার নবনির্বাচিত সরকার এ বার মন্দিরের চারটি দ্বারই খুলে দিল। বৃহস্পতিবার সকালেই ওড়িশার বিজেপি বিধায়কদের নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মোহন। মন্দিরে মঙ্গলারতি করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গিও।