আজ হাওড়া বর্ধমান কর্ড লাইনে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্যই এভাবে যাত্রী পরিষেবা ব্যাহত হবে। বেলানগর স্টেশনে এই কাজ চলবে। যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি থেকে কিছু ট্রেন বর্ধমান পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের জন্য বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত দু’টি স্পেশাল সার্ভিস চলবে। সকাল ৮টা ১০ মিনিট এবং ৯টা ১৫ মিনিটে বর্ধমান থেকে এই দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। এদিকে, শিয়ালদা মেইন সেকশনে আজ, রবিবার বাতিল থাকবে ১৮ জোড়া লোকাল ট্রেন। ইছাপুরের কাছে একটি রেল ব্রিজ মেরামতির জন্য এই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।
বাতিল ট্রেনগুলি হল: পাঁচ জোড়া শিয়ালদা-নৈহাটি, তিন জোড়া শিয়ালদা-রানাঘাট, চার জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত, দুই জোড়া শিয়ালদহ-বারাকপুর। এছাড়াও এক জোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে এবং দমদম জংশন-বারাকপুর লোকাল বন্ধ থাকবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের সমস্যার জন্য সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, কাজটি হলে আগামীতে ট্রেন পরিষেবা আরও উন্নত হবে।