সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল। তীব্র দাবদাহের কারণে ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ছুটির বিজ্ঞপ্তি জারি করে স্কুলশিক্ষা দপ্তর। তবে পরিস্থিতি এখন অনেকটাই ভালো। গরমের দাপট কমেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি বাড়ানোর প্রয়োজন মনে করছে না প্রশাসন। আগে যেহেতু এক সপ্তাহের জন্য ছুটির কথা বলা হয়েছিল, তাই নতুন করে বিজ্ঞপ্তি জারির কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন এক পদস্থ আধিকারিক।