রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত শেষ সিবিআইয়ের ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা । গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দুর্নীতি মামলার শুনানি করতে হবে ৷ পাশাপাশি দু মাসের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত তদন্ত শেষ করতে হবে সিবিআইকে । সেই মতোই তদন্ত শেষ হয়েছে বলে এ দিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন । বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদীর ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে । নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও । ১৫ তারিখ থেকে এসএসসি মামলার শুনানি শুরু বলে জানিয়েছে আদালত । এদিন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ । আমরা ফাইনাল চার্জশিট সোমবার নিম্ন আদালতে (আলিপুর আদালতে) জমা দিয়েছি । আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-এর রিপোর্ট জমা দেওয়া হয়েছে । এসএসসির সমস্ত ক্ষেত্রের তদন্ত আমাদের শেষ হয়ে গিয়েছে । গতকাল আমরা একটা চার্জশিট জমা দিয়েছি । আদালত যেমন যেমন নির্দেশ দিয়েছে,আমরা এতদিন সেই মতো রিপোর্ট জমা দিয়েছি । বিচারপতি বসাক মঙ্গলবার জানতে চান, রিপোর্ট সবপক্ষকে দিলে সিবিআইয়ের কি কোন সমস্যা আছে? সিবিআই জানায়, চার্জশিট পাবলিক ডকুমেন্ট নয় । সেটা বাদে, শুধু রিপোর্ট সবপক্ষকে দিলে আমাদের কোন সমস্যা নেই । উল্লেখ্য, সোমবার আলিপুর আদালতে স্কুলে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় সিবিআই বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে । সবগুলোতেই প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে সিবিআই । একইসঙ্গে শিক্ষা দফতরের আরও কর্তা এবং ব্যক্তিদের নাম রয়েছে এই তালিকায় বলে জানা যাচ্ছে ।