বিজ্ঞান-প্রযুক্তি

১৪২ ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করল মাইক্রোসফটের মালিকানাধীন সংস্থা গিটহাব

শতাধিক কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট-মালিকানাধীন সংস্থা গিটহাব। ভারতে ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মী-সহ ১৪২ জন কর্মীকে ছাঁটাই করেছে সংস্থাটি। জানা গেছে, আমেরিকার পর গিটহাব-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে। কোম্পানির ‘পুনর্গঠন পরিকল্পনা’র জন্য এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গিটহাবের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য সংস্থায় ব্যাপক ছাঁতাই করা হবে বলে ফেব্রুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিল সংস্থাটি। কঠিন হলেও এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে সংস্থাটি। গিটহাবের সিইও থমাস ডহমকে কর্মীদের একটি ইমেল পাঠিয়ে বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত ঘোষণা করছি, যার মধ্যে কিছু হাবার্সকে বিদায় জানানো এবং নতুন বাজেটের পুনর্বিন্যাস করা, যা আমাদের ব্যবসার স্বল্পমেয়াদী স্বাস্থ্য রক্ষা করার জন্য সাজানো হয়েছে।’