তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা এবং মারধরের অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে৷ আর সেই অভিযোগ ঘিরে শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড ৷ প্রকাশ্যেই বিরোধী দলনেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি৷ অভিযোগ, সিআরপিএফ তাঁর বুকে-পায়ে লাথি মেরেছে৷ অশান্তি সৃষ্টি করতে শুভেন্দু অধিকারী গুন্ডাদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন৷ আগামী ২৭ ফেব্রুয়ারি কাঁথি পুরসভায় নির্বাচন৷ অধিকারী পরিবারের গড় বলে পরিচিত এই কাঁথি পুরসভায় দশ বছর চেয়ারম্যান ছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু৷ সবুজ ঝড়ের হাত থেকে গড় রক্ষাই শুভেন্দুর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ তাই জোরকদমে সেখানে প্রচার চালাচ্ছেন তিনি৷ কিন্তু শুক্রবার ১৩ নম্বর ওয়ার্ডের কাঁথির সুপার মার্কেটে প্রচারে গিয়েই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু৷ সুপ্রকাশ গিরির মুখোমুখি হন তিনি৷ দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়৷ কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সিআরপিএফ শুভেন্দু অধিকারীকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়৷ পরে শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে কাঁথি থানায় ঘেরাও করেন সুপ্রকাশ গিরি৷ শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের করলেন গয়েশপুর পুরসভার তৃণমূল প্রার্থী বান্টি নন্দী