আদালতের নির্দেশ উপেক্ষা করে স্থানীয় তৃণমূল নেতার মদতে বস্তি ভাঙার অভিযোগ ৷ শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার উনসানিতে ৷ অভিযোগ, রাতে এলাকার স্থানীয় তৃণমূল নেতা শফিকুল্লা দর্জি এবং তাঁর ভাই দুষ্কৃতীদের নিয়ে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় ৷ সেই সঙ্গে বুলডোজার নিয়ে বাড়িগুলি ভেঙে দেয় বলে অভিযোগ ৷ ঘরছাড়া অসহায় মানুষদের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন জমির দালাল জড়িত রয়েছে ৷ ৫০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা সেখানে বসবাস করছেন ৷ ৫ বছর ধরে এই জমিকে ঘিরে মামলা চলছে ৷ অভিযোগ, শফিকুল্লা দর্জি জমিটিকে নিজের বলে দাবি করে সেখানে বসবাসকারীদের উচ্ছেদ করতে চাইছেন ৷ যদিও আদালতের নির্দেশ, মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ওই জমি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না ৷ কিন্তু, সেই রায়কে অমান্য করেই শফিকুল্লা ও তাঁর লোকজন বস্তি ভাঙচুর করে ৷ একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন ৷ এনিয়ে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লিখেছিলেন সেখানকার বাসিন্দারা ৷ তাঁরা অভিযোগ করেছেন, শফিকুল্লা প্রায় তাঁদের জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকিও দিয়েছে ৷ শফিকুল্লা দর্জি জমি তাঁর বলে দাবি করলেও ৷ তা আসলে ওই তৃণমূল নেতার নয় বলে জানিয়েছেন সেখানে বসবাসকারী লোকজন ৷ তাঁদের কথায়, শফিকুল্লা জমির আসল মালিকদের থেকে পাওয়া অফ অ্যাটর্নি নিয়ে এই উচ্ছেদ করেছে ৷ এনিয়ে আগে পুলিশের দ্বারস্থ হলেও, কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷ এলাকায় উত্তেজনা রয়েছে ৷