বিনোদন

পেছলো আরও ৬ মাস, পুষ্পা ২ মুক্তির নতুন তারিখ ঘোষণা

 মুক্তির তারিখ পিছিয়ে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন অনেক অনুরাগীর মন ভেঙেছেন ৷ তবে সোমবার রাতে আহত মনে প্রলেপ লাগালেন ছবির নির্মাতারা ৷ এদিন আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় নতুন একটি পোস্টার শেয়ার করেন ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেই পোস্টারে বড় বড় করে লিখে দেওয়া হয় 6 ডিসেম্বর 2024 ৷ অর্থাৎ বড়দিনের আগে সিনেপর্দা কাঁপাতে আসছেন আল্লু অর্জুন ৷ এদিন পোস্টে লেখা হয়, “ভারতীয় সিনেমায় অন্য মাত্রা যোগ করতে আসছে ‘পুষ্পা 2: দ্য রুল’ ৷ ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সুপার সাকসেসের পর ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে ৷” পোস্টে আরও লেখা হয়, “আমরা ভীষণ চেষ্টা করছি সঠিক সময়ে এই ছবি মুক্তি দেওয়ার ৷ কিন্তু ছবির বেশ কিছু অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় 15 অগস্ট পুষ্পা মুক্তি পাচ্ছে না ৷ সিদ্ধান্তটি ছবির ভালোর জন্যই নেওয়া হয়েছে ৷ যাতে সিনেমা হলে দর্শকরা গেলে বিনোদনের আনন্দ নিতে পারেন ৷ ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির গান ও টিজার দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷ পুষ্পা 2: দ্য রুল ৷ ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে চলতি বছরের 6 ডিসেম্বর ৷”