কাশ্মীরে অবস্থিত অমরনাথ বছরে মাত্র দুইবার ভক্তদের জন্য খুলে যায়। শের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পুণ্যার্থী অমরনাথে মহাদেবের দর্শনে যান। এবারও চলতি মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এবার অমরনাথ যাত্রা শুরু হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগের মতো এবারও ২৯ জুন থেকে শুরু হতে পারে অমরনাথ যাত্রা। চলবে টানা ৫২ দিন অর্থাৎ ১৯ অগাস্ট পর্যন্ত। অনেক ভক্তই দুর্গম পথ পেরিয়ে অমরনাথে পৌঁছতে হেলিকপ্টার বুক করেন। হেলিকপ্টারে করে অমরনাথ পৌঁছতে আগে থেকে টিকিট কাটতে। ইতিমধ্যেই অমরনাথ পৌঁছতে অনলাইনে হেলিকপ্টার বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।