১৬ নম্বর জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স ৷ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলা এলাকায় 16 নম্বর জাতীয়সড়কের উপরে ৷ আর তার পরেই স্থানীয় লোকজন দেহ আটকে রেখে এবং জাতীয়সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ প্রতিবাদে ঘাতক অ্যাম্বুলেন্সটিও জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা ৷ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ 16 নম্বর জাতীয়সড়কে যানচলাচল বন্ধ ৷ সূত্রে খবর, বছর চল্লিশের অপর্ণা পাড়াল তাঁর 10 বছরের মেয়ে টুসু পাড়ালকে নিয়ে বাগনান যাবেন বলে জাতীয়সড়কের ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ৷ সেই সময় দ্রুত গতিতে আসা ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপরে উঠে যায় ৷ ঘটনাস্থলেই মা এবং মেয়ে দু’জনেরই মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি ৷ দুর্ঘটনার পরে ঘাতক অ্যাম্বুলেন্সের চালক সেখান থেকে পালিয়ে যান ৷ আর এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে সেখানকার স্থানীয় লোকজন ৷ অ্যাম্বুলেন্সটিকে আগুন ধরিয়ে দেয় তাঁরা ৷ দেহ আটক রেখে জাতীয়সড়ক অবরোধ পর্যন্ত করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও, উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করেনি ৷ তাঁদের অভিযোগ দীর্ঘ দিন ধরে জাতীয়সড়কের এই জায়গায় সাধারণ মানুষের চলাচলের জন্য আন্ডারপাসের দাবি করা হচ্ছে ৷ কিন্তু, প্রশাসনের তরফে এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ আর তার ফল ভুগতে হচ্ছে নীরিহ মানুষজনকে ৷ জাতীয়সড়ক দিয়ে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনে চাপা পড়ে প্রায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন ৷ আর এ দিন মা ও মেয়েকে অ্যাম্বুলেন্সই পিষে দিয়েছে ৷ যার পরেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা ৷ জাতীয় সড়কে অবরোধের ফলে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে ব্যাপক যানজট ৷ ঘটনাস্থলে উলুবেড়িয়া ও বাগনান থানার পুলিশ পৌঁছেছে ৷