কলকাতা

দুয়ারে লাইফ সার্টিফিকেট, ব্যাঙ্কিং সেক্টরের প্রতিনিধিদের কাছে অভিনব প্রস্তাব রাজ্য সরকারের

এবার দুয়ারে লাইফ সার্টিফিকেট। ‘দুয়ারে সরকার’- এর ব্যাপক সাফল্যের পরে চালু হয়েছিল ‘দুয়ারে রেশন’। এবার রাজ্য চাইছে ‘দুয়ারে লাইফ সার্টিফিকেট’। ব্যাঙ্কিং সেক্টরের প্রতিনিধিদের কাছে এমনই প্রস্তাব রাখল রাজ্য। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থসচিব অমিত মিত্র, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শীর্ষ আধিকারিকরা বৈঠক করেছেন স্টেট লেবেল ব্যাঙ্কার কমিটির সঙ্গে। ওই বৈঠকে বৈঠক শেষে অমিত মিত্র বলেন, “কেওয়াইসি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সাধারণ মানুষকে এভাবে কেওয়াইসি নিয়ে হয়রান করা যাবে না। লাইফ সার্টিফিকেট ফর পেনশন প্রতি বছর দিতে হয়। বয়স্ক মহিলারা কি করে ব্যাংকে যাবেন? তাই আমরা বলেছি ডোর স্টেপে ব্যাঙ্কিং করতে।”