জেলা

আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির, শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন আলুওয়ালিয়া

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই সোশাল মিডিয়ায় জানান, লোকসভা নির্বাচনে লড়বেন না ৷ পরে অবশ্য তিনি ফের লোকসভা ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ আসানসোলে প্রার্থী হিসেবে বঙ্গ বিজেপির আরও বেশ কিছু নাম উঠে এসেছিল ৷ তবে শেষমেশ দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়ার উপরেই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ এদিকে এসএস আলুওয়ালিয়ার কেন্দ্র দুর্গাপুর-বর্ধমানে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ২০১৯ সালে এই আসানসোল কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ পরে দলের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ একুশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গায়ক-নেতা বাবুল ৷ এমনকী ১৯ অক্টোবর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে আসেন ৷ সরকারিভাবে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেন ৷ পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন তিনি ৷এদিকে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ায় আসানসোল কেন্দ্রটি ফাঁকা হয়ে যায় ৷ ২০২২ সালের ১২ এপ্রিল সেখানে উপনির্বাচন হয় ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলকে পরাজিত করে জয়ী হন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ৷ এদিকে প্রবীণ রাজনীতিবিদ এসএস আলুওয়ালিয়া ২০১৯ সালের নির্বাচনে দুর্গাপুর-বর্ধমান থেকে জয়ী হয়েছিলেন ৷ আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা হলেও বাকি রইল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ এখানে তৃণমূলের প্রার্থী দলেরই সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷