জেলা

বাঁকুড়ার চতুরডিহিতে এক আদিবাসী বাড়িতে কলাপাতায় ভাত-ডাল-পোস্তয় মধ্যাহ্নভোজ অমিত শাহের

বাঁকুড়াঃ আজ সকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে যান বাঁকুড়ায়। দুপুরের এক ফাঁকে প্রত্যন্ত গ্রামের আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারতে গেলেন তিনি। একুশের ভোট প্রস্তুতির এও যে এক অনুসঙ্গ। বাঁকুড়ায় চতুরডিহিতে এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ ।  মেনুতে ছিল – ভাত, ডাল, আলু পোস্ত, করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পোস্ত, ডিংলার (কুমড়ো) ঝাল আর চাটনি। বাঁকুড়ার

ঐতিহ্য মেচা সন্দেশও তুলে দেওয়া হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাতে। বেলা সাড়ে তিনটে নাগাদ অমিত শাহের কনভয় চতুরডিহি গ্রামে পৌঁছয়। বাড়ি থেকে বেরিয়ে এসে আদিবাসী প্রথা মেনে অমিত শাহকে স্বাগত জানান স্থানীয় বিজেপি কর্মী বিভীষণ হাঁসদা ও তাঁর স্ত্রী। তারপরে ঘরে ঢুকলেন তিনি। খেজুর পাতার চাটাই পেতে আসন সাজানোই ছিল। কাঁসার থালায় কলাপাতা পেতে ভাত বেড়ে দেওয়া

হয় তাঁকে। অন্যদিকে, অমিত শাহকে একহাত নিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘অমিত শাহ কলকাতায় এসে মতুয়াদের হাত থেকে খাবার খাবেন। কিন্তু অন্যদিকে ইউপিতে আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হচ্ছে এবং পরে তাদের জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে।’ হাথরসের ঘটনাকে উল্লেখ করে তিনি এই কথা জানিয়েছেন। পুরোটাই লোক দেখানো।