জেলা

আজকের ভার্চুয়াল সভায় মমতার বিরুদ্ধে সরব অমিত শাহ

আজকের ভার্চুয়াল সভায় সেই ইশুতে সরব হন অমিত শাহ । মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনি পরিযায়ী শ্রমিকদের ট্রেনকে কোরোনা স্পেশাল এক্সপ্রেস বলে কটাক্ষ করেছেন । আপনার এই মন্তব্যই রাজ্যের ক্ষমতা থেকে আপনার যাওয়ার পথ প্রশস্ত করবে। আপনি পরিয়ায়ী শ্রমিকদের ক্ষততে নুন ছড়িয়েছেন। তারা কোনওদিনও একথা ভুলবে না।” মে মাসের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরতে সাহায্য করছেন না, এই অভিযোগ তোলা হয়েছিল সেই চিঠিতে। এনিয়ে পরে অমিত শাহকে কটাক্ষ করেন মমতা। বলেন, রাজ্যের এই পরিস্থিতিতে রাজনীতি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী । এর পরিপ্রেক্ষিতে আজকের সভা থেকে অমিত শাহ বলেন,”পশ্চিমবঙ্গে এখনও রাজনৈতিক হিংসা জারি রয়েছে । প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে । দেশের অন্যত্র গণতন্ত্র সুদৃঢ় । কিন্তু, পশ্চিমবঙ্গে এখনও রাজনৈতিক হিংসা চলছে । বাংলায় রাজনৈতিক হিংসার জেরে প্রচুর বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে । তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”