কলকাতা

‘কলকাতার দুর্গাপুজোর স্বীকৃতি, শুধু বাংলা নয়, দেশের গর্ব’, ৩৬০ডিগ্রি ডিগবাজী খেয়ে বললেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন বাংলায় নাকি দুর্গা পুজা হয় না। তাঁর কথায়, বাংলায় দুর্গা পুজো, সরস্বতী পুজো বন্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বলেছিলেন  ‘আবকে বার ২০০ পার’। যদিও বঙ্গের জনতা বিজেপির দৌড় থামিয়ে দিয়েছিল ৭৭টি আসনেই। সেই গোহারান হারের পরে এটাই প্রথম শাহের বঙ্গ সফর । এদিন ভিক্টোরিয়ার অনুষ্ঠান নিয়েই যেমন বড়সড় বিতর্ক বেঁধেছে তেমনি ক্ষোভও ছড়িয়েছে সর্বস্তরে। কেননা বাঙালির দুর্গোপুজোর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য সরকারকে। আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের কোনও মন্ত্রী। রাজ্যের প্রধান উৎসবে যেন ব্রাত্য রাখা হচ্ছে রাজ্যকেই। এ যেন বিজেপির নিজস্ব অনুষ্ঠান। যেখানে জগদীপ ধনখড় আমন্ত্রণ পান, কিন্তু ডাকা হয়না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে বাংলার প্রতিনিধিত্ব করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকি আমন্ত্রণ পাননি কলকাতার কোনও দুর্গাপুজোর কমিটিও। আমন্ত্রণ পাননি কোনও থিম শিল্পীও। যাদের হাত ধরে কলকাতার দুর্গাপুজোর এই সম্মান তাঁরাই ব্রাত্য থেকে যাচ্ছেন শাহের শাহী অনুষ্ঠান। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর আগের মন্তব্যের থেকে ৩৬০ডিগ্রি ডিগবাজী খেয়ে বললেন, ‘দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, এটা শুধু বাংলা নয়, দেশের গর্ব’। ভিক্টোরিয়ায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । অমিত শাহ এও বলেন, ‘নানা মতের মিলন আমাদের সংস্কৃতি। বিবিধতাই আমাদের শক্তি। আমাদের সংস্কৃতি চিরন্তন। কুম্ভমেলা, যোগাকে আগেই সংস্কৃতি দিয়েছিল ইউনেস্কো। এবার দুর্গাপুজোও স্বীকৃতি পেয়ে গেল। গোটা বিশ্ব আমাদের সংস্কৃতি কদর করে’। শুধু তাই নয়, স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

  • Like